ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে আক্রান্ত ৪০ লাখ ছাড়াল, মৃত্যু আরও ১১শ’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ২২ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনায় বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজারের অধিক মানুষের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা ৪০ লাখ ২৮ হাজার ৫৬৯ জনে দাঁড়িয়েছে। সুস্থতার হার বাড়ায় আক্রান্তদের প্রায় অর্ধেকই বেঁচে ফিরেছেন। 

এছাড়া, গত একদিনে প্রাণহানি ঘটেছে ১ হাজার ১১৯ জনের। এ নিয়ে ট্রাম্পের দেশে করোনায় মৃতের সংখ্যা ১ লাখ ৪৪ হাজার ৯৫৩ জনে ঠেকেছে। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। 

দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দেশটির দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে শুধু সবচেয়ে নাজুক অবস্থা নিউইয়র্কে। বৃহৎ এই শহরে আক্রান্ত ৪ লাখ ৩৫ হাজার ৭৫৩ জন মানুষ। যেখানে ৩২ হাজার ৬০২ জনের মৃত্যু হয়েছে। 

সংক্রমণে দ্বিতীয় সর্বোচ্চ শহর ক্যালিফোর্নিয়ায় করোনার শিকার ৪ লাখ ১০ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ৭ হাজার ৮৮৯ জনের। 

ফ্লোরিডায় সংক্রমণ এক লাফে তিন লাখ প্রায় ৭০ হাজারে দাঁড়িয়েছে। ইতিমধ্যে সেখানে ৫ হাজার ২০৭ জনের মৃত্যু হয়েছে করোনায়। 

সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৫৭ পেরিয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪ হাজার ২৯৯ জনের।

নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৮৩ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৮০৯ জনের।

ইলিনয়সে সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৬৫ হাজারেরর কাছাকাছি। এর মধ্যে ৭ হাজার ৫১৭ জনের মৃত্যু হয়েছে।

জর্জিয়ায় আক্রান্ত ১ লাখ ৪৯ হাজার। এর মধ্যে প্রাণ গেছে ৩ হাজার ২৫৪ জনের।

অ্যারিজোনায় করোনাক্রান্তের সংখ্যা ১ লাখ ৪৮ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে সেখানকার ২ হাজার ৯১৮ জন মানুষ।

ম্যাসাসুয়েটসসে আক্রান্ত ১ লাখ ১৪ হাজারের বেশি। সেখানে করোনায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৪৫০ জনের।  

পেনসিলভেনিয়ায় সংক্রমিতের সংখ্যা ১ লাখ ৭ হাজার ৪৬০ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে না ফেরার দেশে ৭ হাজার ১০৬ জন মানুষ। 

এদিকে, আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে উত্তর ক্যারোলিনায়। যেখানে এখন পর্যন্ত করোনার শিকার ১ লাখ ২ হাজার ৯২০ জন। এর মধ্যে না ফেরার ১ হাজার ৬৯৯ জন ভুক্তভোগী। 
এআই/ এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি