ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা পজিটিভ হলে পাবেন ১ লাখ ২০ হাজার টাকা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ২৪ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

মহামারির শুরুতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছিল ‘টেস্ট টেস্ট টেস্ট’। এ দিয়ে সংস্থাটি বুঝিয়েছিল করোনা শনাক্তের একমাত্র মাধ্যম হলো পরীক্ষা। তবে এই রোগটি ৭ মাস পার করলেও এখনো বিশ্বের অনেক দেশ তাদের নাগরিকদের কোভিড-১৯ টেস্টে আগ্রহী করাতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে যাচ্ছে। সম্প্রতি টেস্ট করালে ৩০০ ডলার আর পজিটিভ আসলে আরও ১৫০০ ডলার দেবার নিয়ম করেছে একটি দেশ।

এই নিয়মটি হয়েছে অস্ট্রেলিয়ায়। দেশটির ভিক্টোরিয়া প্রদেশে নিয়ম চালু হয়েছে যে, কোভিড-১৯ পরীক্ষা করালেই পাওয়া যাবে ৩০০ ডলার। টাকার হিসাবে প্রায় ২৪ হাজার টাকা। আর যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে আরও ১,৫০০ ডলার। সেক্ষেত্রে প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। এই টাকা দেবে খোদ অস্ট্রেলিয়া সরকার।  

তবে এই টাকা পাওয়ার জন্য একটি শর্তের কথা বলা হয়েছে। প্রাপককে অবশ্যই চাকরিজীবী হতে হবে এবং তার হাতে ছুটি থাকা চলবে না। আর এই টাকা পেতে হলে এজন্য সরকারের কাছে বেতনের স্লিপ দেখাতে হবে। নয়তো চিঠি লিখে মুচলেকা দিতে হবে। 

ভিক্টোরিয়া প্রদেশের প্রিমিয়ার ড্যানিয়েল অ্যান্ড্রু জানিয়েছেন, কোভিড-১৯ সংক্রমণ রুখতেই এই পদক্ষেপ। অনেক চাকরিজীবীই আছেন যারা হাতে ছুটি নেই বলে কোভিড-১৯ পরীক্ষাই করাচ্ছেন না। সংক্রমণের লক্ষণ থাকলেও না। যদি রিপোর্ট পজিটিভ আসে, তাহলে তো ছুটি নিতে হয়। তাদের আশঙ্কা ছুটি নিলে বেতন কাটা যাবে। এই আশঙ্কা থেকে নিজেদের সেলফ আইসোলেশনেও রাখছেন না। ফলে সংক্রমণ বাড়ছে। 

ড্যানিয়েলের ধারণা, এদের ৯০ শতাংশই লক্ষণ দেখেও সেলফ আইসোলেশনে যাননি। সামাজিক দূরত্ববিধি মানেননি। হাতে নগদ টাকা পেলে এই চাকরিজীবীরা পরীক্ষা করাতে আগ্রহী হবেন। বেতন কাটার ভয়ে রোগ লুকিয়ে রাখবেন না।

গত ২৪ ঘণ্টায় ভিক্টোরিয়া প্রদেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৩ জন। মারা গেছেন পাঁচ জন। গত ৭ থেকে ২১ জুলাইর মধ্যে এই প্রদেশে ৩ হাজার ৮০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। 

তাই প্রদেশটিতে সংক্রমণ ঠেকাতে দেওয়া হয়েছে নগদ টাকার টোপ। এবার এই নগদের টোপ কতটা ভাইরাস নিয়ন্ত্রণে আনে, তাই দেখার বিষয়। 

এএইচ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি