ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

২৪ ঘণ্টায় ৩৫ জনের মৃত্যু, শনাক্ত ২৫৪৮ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ২৪ জুলাই ২০২০ | আপডেট: ১৪:৪৮, ২৪ জুলাই ২০২০

বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়লেও প্রতিদিনের হারে তা কমেছে। বাংলাদেশের অবস্থাও এখন পর্যন্ত আগের মতই। দিন দিন ভয়াবহ রূপ লাভ করছে করোনা। 

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮৩৬ জনে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৪৮ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ১৮ হাজার ৬৫৮ জনে।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন উপস্থাপন করেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

অধ্যাপক নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ১২ হাজার ২৭টি নমুনা পরীক্ষায় করোনাভাইরাস পজিটিভ এসেছে ২ হাজার ৫৪৮ জনের। আর এসময় সুস্থ হয়েছেন ১ হাজার ৭৬৮ জন। এ নিয়ে মোট ১ লাখ ২০ হাজার ৯৭৬ জন রোগী সুস্থ হলেন।

এদিকে বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় পৌনে ৩ লাখ সংক্রমিতের ঘটনা ঘটেছে। স্বাস্থ্যবিধি না মানা ও গুরুত্বহীনতায় সংক্রমণ ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে। পাশাপাশি  বেড়েছে প্রাণহানিও। গত একদিনেও ভাইরাসটিতে ৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত একদিনে বিশ্বের ২ লাখ ৭৫ হাজার ৯৭৮ জনের দেহে মিলেছে করোনার সংক্রমণ। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ১ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৯৭৮ জনে দাঁড়িয়েছে। প্রাণ ঝরেছে আরও ৬ হাজার ৩০৯ জনের। এতে মৃতের সংখ্যা ৬ লাখ ৩৫ হাজার ৬৬৬ জনে ঠেকেছে। 

তবে, আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও ১ লাখ ৮৫ হজারের বেশি ভুক্তভোগী সুস্থ হয়েছে। যদিও আক্রান্তের তুলনায় তা অর্ধেক। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ৯৫ লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। 

প্রসঙ্গত, গত বছরের ১৭ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতী করোনাভাইরাস বাংলাদেশসহ বিশ্বের ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দেশে প্রথম কোভিড-১৯ রোগী শনাক্ত হন ৮ মার্চ এবং এ রোগে আক্রান্ত প্রথম রোগীর মৃত্যু হয় ১৮ মার্চ। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি