ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় মারা গেলেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:০৬, ২৭ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মেক্সিকোর স্বাস্থ্যমন্ত্রী ডা. জেসাস গ্রাজেদা। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চিহুয়াহুয়ার গভর্নর। খবর আল জাজিরার।

দুই সপ্তাহ আগে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ডা. জেসাস। তার শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল। অবশেষে মৃত্যু হল তার।

ডা. জেসাস গ্রাজেদার মৃত্যুতে শোক প্রকাশ করে চিনহুয়াহুয়ার গভর্নর জাভিয়ের কোরাল লিখেছেন— এই মুহূর্তে কেমন অনুভূত হচ্ছে সেটা প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই। দুঃখে ডুবে যাচ্ছি।

২৫ জুলাই পর্যন্ত মেক্সিকোতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৮৫ হাজার জন। মারা গেছে ৪৩ হাজার ৫০০ জন, যা বিশ্বের মধ্যে চতুর্থ সর্বোচ্চ।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি