ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত সিটি ব্যাংক এমডি মাসরুর আরেফিন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৬, ২৭ জুলাই ২০২০

বেসরকারি দ্য সিটি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বর্তমানে বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। মাসরুর আরেফিন একাধারে কবি, ঔপন্যাসিক এবং লেখক।

রোববার সাবেক সচিব ও লেখক হাসনাত আব্দুল হাই ফেসবুকে দেয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘কবি ও কথাসাহিত্যিক মাসরুর আরেফিন করোনা আক্রান্ত। তার দ্রুত আরোগ্য কামনা করি।’

জানা গেছে, গত দুই তিন দিন ধরে জ্বর ও কাশিতে ভুগতে ছিলেন মাসরুর আরেফিন। তাই শনিবার করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। রোববার সেই পরীক্ষার রিপোর্টে পজিটিভি আসে তার। জ্বর-কাশি থাকলেও শরীরে অন্য কোনো জটিলতা না থাকায় চিকিৎসকের পরামর্শে বাসাতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল সিটি ব্যাংকের মানবসম্পদ বিভাগের কর্মকর্তা মুজতবা শাহরিয়ার করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। তখন নিজের সহকর্মীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আবেগঘন দীর্ঘ পোস্ট লিখেছিলেন সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন। 

 এএইচ/এমবি


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি