করোনায় চবি শিক্ষক শফিউল আলমের মৃত্যু
প্রকাশিত : ০৮:৪২, ৭ আগস্ট ২০২০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক অধ্যাপক শফিউল আলম তরফদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৫৪ বছর।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টায় চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, প্রফেসর শফিউল আলম ও তার মা শারীরিক অসুস্থতা নিয়ে গত ৩ জুলাই নগরীর পার্কভিউ হাসপাতালে ভর্তি হন। পরে তাদের করোনার নমুনা পরীক্ষা করলে গত ৯ জুলাই দুজনেরই ফলাফল পজিটিভ আসে। পরবর্তীতে তিনি বেশ কিছুদিন আইসিইউতেও ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, আক্রান্ত হওয়ার পর থেকেই শফিউল আলম তরফদার হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থা সংকটাপন্ন হওয়ায় পর তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়েছিল।
অধ্যাপক শফিউল আলম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ছিলেন। তার গ্রামের বাড়ি খুলনায়। তবে তিনি চট্টগ্রামেই বেড়ে ওঠেছেন। এই শিক্ষক তিন কন্যা সন্তানের জনক।
আজ শুক্রবার বাদ জুমা মিসকিন শাহ মাজারে তার জানাজা হবে।
উল্লেখ্য, গত তিন মাসে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে অন্তত ৪০ জনের করোনা শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ১৬ জন সুস্থ হয়েছেন। বাকিরা চিকিৎসাধীন।
এএইচ/ এসএ/