ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নভেম্বরের মধ্যে যুক্তরাষ্ট্রে প্রাণ হারাবে ৩ লাখ মানুষ!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ৭ আগস্ট ২০২০ | আপডেট: ১০:৩৬, ৭ আগস্ট ২০২০

করোনায় সবচেয়ে দুর্দিন পার করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সেখানে অর্ধকোটির বেশি মানুষ ভাইরাসটির শিকার হয়েছেন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১ লাখ প্রায় ৬৩ হাজার ভুক্তভোগীর। এমন অবস্থায় আগামী নভেম্বরের মধ্যেই যার সংখ্যা ৩ লাখে পৌঁছবে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিশেষজ্ঞরা। 

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের ডিসেম্বরের আগ পর্যন্ত যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ৩ লাখে দাঁড়াবে। কিন্তু, মাস্কের ব্যবহার অত্যান্ত বেড়ে গেলে প্রায় ৭০ হাজার মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হবে।

ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ ম্যাট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন’র পরিচালক ডা. ক্রিস্টোফার মুরে বলেন, ‘যুক্তরাষ্ট্রে আমরা নাটকীয় পরিবর্তন লক্ষ্য করছি। যেখানে দেখা যাচ্ছে, সংক্রমণ বাড়লে মানুষ মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব মানার ওপর গুরুত্ব দিচ্ছে। কিন্তু একটু কমে গেলে আবারও তারা পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে।’

তার মতে, সংক্রমণ একেবারে কমে না আসা পর্যন্ত মানুষ যদি স্বাস্থ্যবিধি না মেনে চলে তাহলে অবস্থা আরও খারাপের দিকে যাবে। 
এআই/ এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি