ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভ্যাকসিন জাতীয়তাবাদ ভালো নয়: ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০২, ৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আডানোম গেব্রিয়াসিস বলেছেন, ভ্যাকসিন নিয়ে জাতীয়তাবাদী আচরণ করা হলে তা করোনা মহামারি মোকাবিলার পথে বাধা তৈরি করবে। করোনা ভাইরাস প্রতিরোধে কোনও ভ্যাকসিন আবিষ্কার হলে কুক্ষিগত না রেখে তা সকল দেশকে দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। খবর আল জাজিরা’র।

জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউেএইচও) সদর দফতর থেকে ভিডিও লিংকের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আসপেন সিকিউরিটি ফোরামে যোগ দেন গেব্রিয়াসিস। সে সময় তিনি বলেন, ‘ভ্যাকসিন জাতীয়তাবাদ ভালো নয়, এর ফল ভালো হয় না। বিশ্ব যদি দ্রুত এ ভাইরাস থেকে মুক্ত হতে চায়, তবে একত্রিতভাবে কাজ করতে হবে। কারণ এটি বিশ্বায়নের দুনিয়া। এখানকার অর্থনীতি একে অপরের উপর নির্ভরশীল। বিশ্বের একাংশ কিংবা গুটিকয়েক দেশ একা একা নিজেদেরকে ভাইরাস থেকে মুক্ত কিংবা সেফ হ্যাভেন করে রাখতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘সামর্থ্যবান দেশগুলো যদি সহায়তা দেয়, তবে কোভিড-১৯ জনিত ক্ষতির মাত্রা কম হতে পারে। এর মানে এ নয় যে ধনী দেশগুলো অন্যদেরকে দান করবে, বরং এ সহায়তাটুকু নিজেদের ভালোর জন্যই করতে হবে তাদেরকে। কারণ, বাকি বিশ্ব ভাইরাসমুক্ত হবে, স্বাভাবিক কার্যক্রম শুরু করবে, তখন তারাও (ধনী দেশগুলো) লাভবান হবে।’

মারাত্মক এ রোগটির অস্তিত্ব কোথাও থেকে গেলে তা সব জায়গার মানুষের জীবন-যাপনই ঝুঁকিতে ফেলবে বলে সতর্ক করেন গেব্রিয়াসিস। 

উল্লেখ, কোভিড-১৯ ভাইরাসের জন্য ২৬টি ভ্যাকসিনে পরীক্ষা চলছে। 

এমএস/এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি