ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ৮ আগস্ট ২০২০

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার একান্ত সচিব মো. হাবিবুর রহমান।

তিনি জানান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোরাবানির ঈদের আগে জ্বরে আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে ছিলেন। গত বুধবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। শুক্রবার তার করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আকরাম-আল-হোসেনও ফেসবুক পোস্টের মাধ্যমে ফসিউল্লাহর করোনা আক্রান্তের বিষয়টি জানিয়েছেন। 

তিনি লিখেছেন, ‘আমাদের প্রিয় মহাপরিচালক মো. ফসিউল্লাহ কোভিড-১৯ পজিটিভ হয়ে বাসায় চিকিৎসাধীন আছেন। আমরা সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামীনের নিকট তার আশু সুস্থতার জন্য প্রার্থনা করি।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি