ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা সংক্রমণ ছাড়াই ১শ’ দিন কাটাল নিউজিল্যান্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০১, ৯ আগস্ট ২০২০

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন

Ekushey Television Ltd.

নিউজিল্যান্ডে করোনা সংক্রমণের কোন রেকর্ড ছাড়াই রোববার ১শ’ দিন চিহ্নিত হলো। তবে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এ নিয়ে সন্তুষ্টির কোন জায়গা নেই।

স্বাস্থ্য দফতরের মহাপরিচালক এশলে ব্লুমফিল্ড বলেছেন, কমিউনিটি সংক্রমণ ছাড়া ১শ’ দিন পাওয়া খুবই গুরুত্বপুর্ণ মাইলস্টোন। কিন্তু যেমনটা আমরা সকলে জানি, আমাদের আত্মতুষ্ট হওয়ার মতো অবস্থা নেই।

তিনি আরও বলেন, নিয়ন্ত্রণ করার পরও বিভিন্ন দেশে কতো দ্রুত ভাইরাসটি পুনরায় ছড়িয়ে পড়ছে তা আমরা দেখেছি। তাই ভবিষ্যতে কোন সংক্রমণ ঘটলে তা দ্রুততার সাথে নির্মূল করার জন্যে আমাদের প্রস্তুত থাকতে হবে।

জানা যায়, নিউজিল্যান্ডে এখনও ২৩ জন করোনা রোগী রয়েছে। তবে এরা সকলেই দেশে প্রবেশকালে সীমান্তে শনাক্ত হয়েছে। তাদের প্রত্যেককে আইসোলেশানে রাখা হয়েছে।

৫০ লাখ জনসংখ্যার দেশ নিউজিল্যান্ডে গত ফেব্রুয়ারিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে এ পর্যন্ত মোট ১ হাজার ৫২৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এর মধ্যে ২২ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সর্বশেষ গত ১ মে করোনা রোগী শনাক্ত হয়।

করোনা নিয়ন্ত্রণে দেশটির সফলতা বিশ্বে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। বিশেষ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিউজিল্যান্ডকে করোনা নিয়ন্ত্রণে অন্যদের কাছে উদাহরণ হিসেবে তুলে ধরেছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি