ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

করোনা আক্রান্ত ডাঃ রিজওয়ানুলকে হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:২২, ১০ আগস্ট ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের শহীদ এম.মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রিজওয়ানুল বারীকে জরুরি ভিত্তিতে বগুড়া হতে বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকায় আনা হয়েছে।

রোববার (৯ আগস্ট) আইএসপিআর-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে পাঠানো হয়। জাতীয় যেকোন দুর্যোগ মোকাবেলায় বিমান বাহিনী সর্বদা সহায়তা প্রদান করে আসছে।

আইএসপিআর জানায়, করোনাভাইরাস প্রতিরোধকল্পে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের লক্ষ্যে বিমান বাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমান বাহিনী প্রধানের প্রয়োজনীয় দিক নির্দেশনায় এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশন পরিচালনা করা হয়। 

বিমান বাহিনীর এই মেডিক্যাল ইভাকোয়েশন মিশনের মাধ্যমে করোনাভাইরাসে আক্রান্ত সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডাঃ রিজওয়ানুল বারী কে রবিবার বগুড়া হতে বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে জরুরি ভিত্তিতে ঢাকায় আনা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি