ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনা মানেই মৃত্যু নয়: নোবেলজয়ী অভিজিৎ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৫, ১০ আগস্ট ২০২০

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়

Ekushey Television Ltd.

ভারতের পশ্চিমবঙ্গের গ্লোবাল অ্যাডভাইজ়রি বোর্ডের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় বলেছেন, করোনা মানেই মৃত্যু নয়। এক ভিডিও বার্তায় অভিজিৎ পরামর্শ দিয়েছেন, উপসর্গ তেমন না থাকলে বাড়িতে বা সরকারি হোমে থেকে চিকিৎসা করানো ভালো। খবর আনন্দবাজার পত্রিকা’র। 

তিনি বলেন, ‘করোনা-যুদ্ধে আমাদের জয় নিশ্চিত। যে বিজ্ঞানভিত্তিক চিন্তা এবং উদার মানসিকতার জন্য বাংলার মানুষ বিশ্ববন্দিত, সেটা হারালে চলবে না। বিশেষভাবে আগে থেকে অসুস্থ থাকা ব্যক্তিদের হাসপাতালের চিকিৎসা প্রয়োজন। বাকিদের বাড়িতে বা সরকারি কেয়ার হোমে গিয়ে চিকিৎসা করানোই শ্রেয়। অকারণ হাসপাতালে কেউ ভর্তি থাকলে যাঁদের প্রয়োজন, তাঁদের অনেকেই হয়ত শয্যা পাবেন না।’ 

তবে বাড়িতে থেকে চিকিৎসা করানোর পাশাপাশি এলাকাবাসীর দায়িত্বও স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। সংক্রমণ রুখতে প্রত্যেককে মাস্ক পরা, পারস্পরিক দূরত্ব বজায় রাখা, বাজার-হাটে অযথা ভিড় না করার মতো পরামর্শও দিয়েছেন তিনি। তার কথায়, ‘করোনা মানেই মৃত্যু, এই কথাটা অমূলক। বেশির ভাগ মানুষই সুস্থ হবেন।’ 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি