ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার উপসর্গ নিয়ে নড়াইলে সঙ্গীতশিল্পীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩৫, ১০ আগস্ট ২০২০

জ্বর, শ্বাসকষ্টসহ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নড়াইলের লোহাগড়ায় প্রশান্ত সিকদার (৩৭) নামে একজন সঙ্গীত শিল্পীর মৃত্যু হয়েছে। রবিবার রাত সাড়ে ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, জেলার লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চরবালিদিয়া গ্রামের শিরিষ সিকদারের ছেলে প্রশান্ত শিকদার ৪ দিন আগে প্রথমে জ্বরে আক্রান্ত হন। বাড়িতেই তার চিকিৎসা চলছিল। কিন্তু  শ্বাসকষ্টসহ করোনা উপসর্গ দেখা দিলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায়  প্রশান্তকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি জানান, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সেখান থেকে প্রশান্ত সিকদারের নমুনা সংগ্রহ করে পরীক্ষায় দেওয়া হয়েছে। তবে ফলাফল এখনও পাওয়া যায়নি।  মৃত প্রশান্ত সিকদার ঢাকা শহরে থাকতেন। তিন মাস আগে তিনি করোনার কারণে বাড়িতে চলে আসেন। এক মাস আগে তিনি কোমরে ব্যথা পেয়ে চিকিৎসাধীন ছিলেন। এরপর করোনা উপসর্গে তিনি মারা যান।

প্রশান্ত সিকদার সঙ্গীতচর্চা করতেন।  মঞ্চে এবং বিভিন্ন টিভি চ্যানেলে তার গান প্রচার হয়েছে। প্রশান্ত সিকদারের স্ত্রী দীপিকা রানী বিশ্বাস নলদী ইউনিয়নের বিল ইছামতি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি হিসেবে কর্মরত আছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি