ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় আক্রান্ত হয়েছেন পরিবেশমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৯, ১২ আগস্ট ২০২০ | আপডেট: ২০:৫৯, ১২ আগস্ট ২০২০

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

মঙ্গলবার (১১ আগস্ট) কোভিড-১৯ এর উপসর্গ থাকায় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) পরিবেশ মন্ত্রীর নমুনা নিয়ে টেস্ট করলে আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে ফলাফল পজিটিভ আসে।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর বর জানান, করোনা ভাইরাস (কোভিড-১৯) এ আক্রান্ত হয়ে সিএমএইচ এ ভর্তি হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন এমপি। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। 

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি