ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

দেশে আরও ৩৪ জনের প্রাণ নিয়েছে করোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৩১, ১৪ আগস্ট ২০২০

ঢাকায় করোনায় মৃত এক ব্যক্তিকে সমাহিত করা হচ্ছে- সংগৃহীত

ঢাকায় করোনায় মৃত এক ব্যক্তিকে সমাহিত করা হচ্ছে- সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে ৩৪ জনের মৃত্যু নিশ্চিত করেছে সরকার। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মোট মারা গেছেন ৩ হাজার ৫৯১ জন। আজ শুক্রবার (১৪ আগস্ট) করোনা বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

অধিদফতর জানায়, মোট ৮৬টি পরীক্ষাগারে গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগ্রহ হয় ১৩ হাজার ৭৫৭টি, পরীক্ষা হয় ১২ হাজার ৮৫৬টি। এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ১৩ লাখ ২৮ হাজার ৭৫৭টি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৭৬৬ জন, এখন পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন দুই লাখ ৭১ হাজার ৮৮১ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৭৫২ জন, মোট সুস্থ হয়েছেন এক লাখ ৫৬ হাজার ৬২৩ জন।

উল্লেখ্য, দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এআই/এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি