ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় ২৬ তম লাশের সৎকার করলো স্বেচ্ছাসেবকলীগ ১০১ টিম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫১, ১৪ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

কুমিল্লার চান্দিনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইন্দ্রজিত দেবনাথ (৪৫) করোনার উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১৩ আগস্ট) মৃত্যুবরণ করেছেন। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার জাফরাবাদ গ্রামের সুরেশ দেবনাথের দ্বিতীয় পুত্র। 

জানা যায়, ইন্দ্রজিত অনেকদিন যাবত করোনার উপসর্গ জ্বর-সর্দি, কাশি ও শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১টা ৩০ মিনিটে ঢাকা গ্রীন লাইফ হসপিটালে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে বরাবরের মত ছুটে আসেন কুমিল্লা উত্তর জেলার স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. লিটন সরকার। তার নেতৃত্বে ৮ জনের একটি তরুণ টিম হিন্দু রীতি অনুযায়ী মৃত ইন্দ্রজিত দেবনাথের সৎকার কাজ সম্পন্ন করেন। স্বেচ্ছাসেবকলীগ টিম সারারাত নির্ঘুম থেকে সকাল অব্দি সম্পন্ন করেন মৃতদেহ মাটি দেয়ার কাজ।

কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের লাশ দাফন সৎকারের এটা ২৬ তম কাজ। এ সময় ১০১ টিমের সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন, লিটন সরকার সহ টিমের যাদব রয়, গনেশ, জেমস, সুমন, খলিলুর রহমান, সঞ্চয় সহ প্রমুখ।

এসি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি