করোনায় মারা গেলেন তৃণমূল বিধায়ক
প্রকাশিত : ১৪:০১, ১৭ আগস্ট ২০২০
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস- সংগৃহীত
প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যর মেদিনীপুরের এগরার তৃণমূল বিধায়ক সমরেশ দাস (৭৭)। আজ সোমবার ভোরে সল্টলেকের একটি বেসরকারি কোভিড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। খবর হিন্দুস্তান টাইমস’র।
করোনা উপসর্গ নিয়ে সমরেশ দাস প্রথমে পাঁশকুড়ার একটি হাসপাতালে ভর্তি হন। তার কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া নানা ধরণের শারীরিক সমস্যা ছিল তার। পাঁশকুড়ার হাসপাতাল থেকে গত ২৪ জুলাই সল্টলেকের ঐ বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথম থেকেই তিনি ভেন্টিলেশনে ছিলেন। স্থানীয় সময় আজ সোমবার ভোর ৪টা ২৫ মিনিটে তার মৃত্যু হয় বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
উল্লেখ্য, চলতি মাসের শুরুতে আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতার বিধায়ক তমোনাশ ঘোষও করোনা আক্রান্ত হয়ে মারা যান।
এমএস/