করোনায় আরও ৩৭ জনের মৃত্যু
প্রকাশিত : ১৫:১৮, ১৭ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:২৪, ১৭ আগস্ট ২০২০
দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। এ নিয়ে ভাইরাসটিতে মোট মারা গেলেন তিন হাজার ৬৯৪ জন। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৫৯৫ জন।
ফলে দেশে এখন শনাক্ত রোগীর সংখ্যা দুই লাখ ৭৯ হাজার ১৪৪। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৬৪১ জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৬০ হাজার ৫৯১ জনে।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ৮৭টি আরটি-পিসিআর ল্যাবরেটরিতে ১২ হাজার ৫২৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৩ লাখ ৬৪ হাজার ১৮৯টি।
এদিকে বিশ্বজুড়ে কিছুটা কমেছে প্রাণহানি ও আক্রান্ত রোগীর সংখ্যা। তারপরও গত একদিনে দুই লাখের বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। প্রাণ গেছে অন্তত সাড়ে ৪ হাজার ভুক্তভোগীর। অপরদিকে, একই সময়ে সোয়া দুই লাখ রোগী পুনরুদ্ধার হয়েছে, যা শনাক্ত রোগীর তুলায় বেশি।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ১২ হাজার ৬২৯ জন মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ২ কোটি ১৮ লাখ ১৮ হাজারে দাঁড়িয়েছে। একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৩৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত ভাইরাসটিতে প্রাণহানি ঘটেছে ৭ লাখ ৭২ হাজার ৭৫৯ জন মানুষের।
তবে আশার কথা হলো, গত ২৪ ঘণ্টায়ও সোয়া দুই লাখের বেশি রোগী সুস্থ হয়েছেন। এতে করে মোট বেঁচে ফেরার সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫৪ হাজারে ছুঁই ছুঁই।
এমবি//