ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় করোনার উৎস রুবি প্রিন্সেস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১৮ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়ায় করোনাভাইরাস সংক্রমণের একটি বড় উৎস রুবি প্রিন্সেস নামের একটি প্রমোদ তরী। এই জাহাজ থেকে যেসব যাত্রীকে নামতে দেওয়া হয়েছে, সন্দেহ থাকা সত্ত্বেও তাদের পরীক্ষা করা হয়নি।

বলা হচ্ছে, এই প্রমোদ তরী থেকে অস্ট্রেলিয়ায় ৯০০ জনের মতো করোনাভাইরাসে আক্রান্ত বলে শনাক্ত হয়েছেন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।

এক তদন্তে বলা হচ্ছে, গত মার্চ মাসে সিডনিতে এই জাহাজ থেকে ২,৬৫০ জন যাত্রীকে নামতে দেওয়া বড় রকমের ভুল ছিলো। জাহাজের ভেতরে করোনাভাইরাস সংক্রমণের বিষয়ে সন্দেহ করা হলেও নেমে যাওয়া এই যাত্রীদের কোন পরীক্ষা করা হয়নি।

পরে এই যাত্রীরা আভ্যন্তরীণ বিমান ও গণপরিবহনে করে যার যার গন্তব্যে চলে যান। সংসদীয় কমিটির এক তদন্তে দেখা যায় যে ওই কর্মকর্তারা জাহাজে থাকা ডাক্তারদের সঙ্গে এবিষয়ে কথা বলেন নি।

এর পরেই নির্বাচিত কর্মকর্তারা তাদের এই ভুল সিদ্ধান্তের জন্য দুঃখ প্রকাশ করেন। দেশটির কৃষি, পানি ও পরিবেশ মন্ত্রী সেনেটের তদন্তে স্বীকার করেছেন যে জাহাজ থেকে যাত্রীদের নামতে দেওয়ার বিষয়ে নিয়ম কানুন মানা হয়নি।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি