ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এমপি একাব্বর সস্ত্রীক করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ০৯:১৬, ২০ আগস্ট ২০২০

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য (এমপি) মুক্তিযোদ্ধা একাব্বর হোসেন ও তার স্ত্রী ঝর্ণা হোসেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বুধবার বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে প্রধানমন্ত্রীর নির্দেশে রাতেই তাদের ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএইচএম) ভর্তি করা হয়। 

এ তথ্য দিয়েছেন এমপির একমাত্র ছেলে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক তাহরীম হোসেন সীমান্ত।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার প্রথমে ঝর্ণা হোসেন জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে রবিবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। সোমবার তার পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে মঙ্গলবার এমপি একাব্বর হোসেনের জ্বর ও শরীর ব্যথা হলে বুধবার সকালে তিনি নমুনা দিলে বিকেলে তার রিপোর্টও পজিটিভ আসে।

তাদের শারীরিক অবস্থার অবনতি হলে বিষয়টি প্রধানমন্ত্রীকে অবগত করা হয়। প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে তাদের সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন।

পরে তাদের ধানমন্ডির নিজস্ব বাসা থেকে রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, এমপি একাব্বর হোসেন ও তার স্ত্রীর করোনা আক্রান্তের খবরে দলীয় নেতাকর্মীসহ নির্বাচনী এলাকার জনগণের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে। তাদের সুস্থতায় দলীয় নেতাকর্মী, নির্বাচনী এলাকার জনগণসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন ছেলে তাহরীম হোসেন সীমান্ত।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি