ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কমানো হলো করোনা পরীক্ষার ফি, পরিপত্র জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২২, ২০ আগস্ট ২০২০ | আপডেট: ১৭:২৬, ২০ আগস্ট ২০২০

কোভিড-১৯ এর নমুনা পরীক্ষার ফি কমানো হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে করোনার ফি কমিয়ে পরিপত্র জারি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

বাসা থেকে নমুনা সংগ্রহের ফি ৫০০ টাকা থেকে কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। আর বুথ থেকে সংগৃহীত নমুনা ফি ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে। এছাড়া হাসপাতালে ভর্তি রোগীর নমুনা সংগ্রহের ফিও ২০০ টাকা থেকে কমিয়ে ১০০ টাকা করা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ঘোষণার ২৪ ঘণ্টার মাথায় বৃহস্পতিবার এই পরিপত্র জারি করা হলো। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে বৃহস্পতিবার এই পরিপত্র জারি করা হয়। এতে বলা হয়েছে, এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বুধবার সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সভায় করোনা ফি কমানোর সিদ্ধান্ত হয় বলে জানিয়েছিলেন মন্ত্রী জাহিদ মালেক।

শুরুতে বিনামূল্যে করোনা পরীক্ষা করা হলেও ২৯ জুন পরিপত্র জারি করে ফি নির্ধারণ করে দেয় সরকার। পরে দেখা করোনা পরীক্ষা কমে যায়। এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা পরীক্ষার ফি কমানোর সিদ্ধান্ত নেয় স্বাস্থ্য মন্ত্রণালয়।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি