ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

উপসর্গ নিয়ে আরও এক পুলিশের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি 

প্রকাশিত : ১৬:১৭, ২৩ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় করোনার উপসর্গ নিয়ে আব্দুল হান্নান (৪৫) নামে এক পুলিশ সদস্য মারা গেছেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। 

নিহত আব্দুল হান্নান কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ইউসুফপুর গ্রামের রিকাত আলীর ছেলে। তিনি আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

জেলা পুলিশ সুপার মো. জাহিদুল ইসলাম জানান, ‘মৃত কনস্টেবল দীর্ঘদিন ধরে ডায়াবেটিক ও উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তার শ্বাসকষ্ট দেখা দেয়। আজ সকালে অসুস্থ হলে প্রথমে আলমডাঙ্গার একটি ক্লিনিকে ও পরবর্তীতে সদর হাসপাতালে হান্নানকে নেওয়া হয়।’
 
সিভিল সার্জন এ এস এম মারুফ হাসান জানান, ‘ওই পুলিশ সদস্য যেহেতু শ্বাসকষ্ট নিয়ে মারা গেছেন। সে কারণে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। এবং করোনা প্রটোকল মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।’

এআই//এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি