ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনা মোকাবিলায় রোটারি ও তিন মেয়রের যৌথ উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৩, ২৪ আগস্ট ২০২০ | আপডেট: ১৬:৪৪, ২৪ আগস্ট ২০২০

চলমান করোনা সংকট মোকাবিলায় রোটারির সাথে কাজ করতে যৌথ উদ্যোগ গ্রহণে সম্মত হয়েছেন তিন মেয়র। ঢাকার উত্তরের মেয়র মো. আতিকুল ইসলাম, খুলনার তালুকদার আব্দুল খালেক ও নারায়ণঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াত আইভী রোটারির সাথে করোনা মোকাবিলায় যৌথ উদ্যোগে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

শনিবার (২২ আগস্ট) ইন্টারন্যাশনাল জলো ৩২৮১ এর উদ্যোগে ‘করোনার ভবিষ্যৎ চ্যালেঞ্জ’ শীর্ষক এক ভার্চুয়াল সেমিনারে তারা এ সহযোগিতার কথা জানান। 

রোটারি গর্ভনর মো. রুবাইয়াত হোসেনের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন- ডা. আব্দুর রহমান, ডা. এ কে এম আকতারুজ্জামান, ডা. এম মোজাহারুল হক ও ডা.নিয়াজ। 

এআই/এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি