ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনায় ইরানে কমেছে মৃত্যুর সংখ্যা 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৭, ২৮ আগস্ট ২০২০

সিমা সাদাত লারি

সিমা সাদাত লারি

ইরানে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩ লাখ ১৮ হাজার ২৭০ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। দেশটিতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ৯১১ জন। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি আজ শুক্রবার এ সব তথ্য জানিয়েছেন। খবর পার্স টুডে’র। 

তিনি বলেছেন, ‘২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১১২ জন। গতকাল এ সংখ্যা ছিল ১১৭। এ নিয়ে এ পর্যন্ত ইরানে করোনায় মৃত্যুবরণকারীর সংখ্যা ২১ হাজার ২৪৯ জনে পৌঁছেছে। এ ছাড়া ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১১৫ জন।’

এ দিকে সারা বিশ্বে প্রাণঘাতী এ ভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত মারা গেছেন ৮ লাখ ৩৬ হাজারের বেশি ব্যক্তি। এ ছাড়া আক্রান্তের সংখ্যা অন্তত ২ কোটি ৪৬ লাখ। মৃত্যু ও শনাক্তের দিক থেকে এখনও মার্কিন যুক্তরাষ্ট্রই শীর্ষে রয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি