ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

২৪ ঘণ্টায় করোনায় মারা গেল ৩২ জন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৩, ২৯ আগস্ট ২০২০ | আপডেট: ১৫:৫৫, ২৯ আগস্ট ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ২০৬ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২ হাজার ১৩১ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৯২৫ জন। আজ শনিবার (২৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৪৩৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ১৩১ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। দেশে ৯২টি পরীক্ষাগারে নমুনা সংগ্রহ, পরীক্ষা ও পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে। মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ২৫ হাজার ৮১৫ টিতে। 

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ২৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১ লাখ ৯৮ হাজার ৮৬৩ জন।

গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন, তাদের মধ্যে পুরুষ ২৬ জন এবং নারী ৬ জন। এরা সবাই হাসপাতালে মারা গেছেন। 

গতকাল শুক্রবারের (২৮ আগস্ট) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনায় আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৪৭ জন মারা গেছেন। আর ১৩ হাজার ৭৪১টি নমুনা পরীক্ষায় করোনা মিলেছে আরও দুই হাজার ২১১ জনের দেহে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড আছে ৬৪ জনের। সে তথ্য জানানো হয়, ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।

উল্লেখ্য, গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনা ভাইরাস। এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা এখন ২ কোটি ৪৮ লাখ ৯৯ হাজার। মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৮ লাখ ৪১ হাজার প্রায়। তবে প্রায় পৌনে দুই কোটি রোগী ইতোমধ্যে সুস্থ হয়েছেন। বাংলাদেশে করোনা ভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি