ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় ১ লাখ ৮৭ হাজার ২২৪ মার্কিনীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩২, ৩১ আগস্ট ২০২০ | আপডেট: ১১:৩৫, ৩১ আগস্ট ২০২০

নিউ ইয়র্কের বরুকলিন হাসপাতালের সামনে ক্লান্ত এক স্বাস্থ্যকর্মী- ডেইলি মিরর/আনাদোলু এজেন্সি

নিউ ইয়র্কের বরুকলিন হাসপাতালের সামনে ক্লান্ত এক স্বাস্থ্যকর্মী- ডেইলি মিরর/আনাদোলু এজেন্সি

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনায় দিশেহারা আমেরিকা। যাতে প্রতিদিনই হাজার হাজার মানুষ আক্রান্ত হচ্ছে। একই সঙ্গে লম্বা হচ্ছে মৃতের তালিকা। যেখানে এখন পর্যন্ত ১ লাখ প্রায় ৮৭ হাজার ২২৪ জন মানুষ ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, টেক্সাস, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। অন্যদিকে সুস্থতার হারও কমেছে। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বাংলাদেশ সময় সোমবার সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ১৫৮ জন মানুষ নতুন করে আক্রান্ত হয়েছেন। এর আগের দিন আক্রান্ত হয়েছিলেন ৪২ হাজার ৮৪৩ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৬১ লাখ ৭৩ হাজার ২৩৬ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে মারা গেছেন ৩৬৯ জন। এ সংখ্যা আগের দিন ছিল ৯৫৪ জন। মোট মারা যাওয়া মার্কিনীদের সংখ্যা ১ লাখ ৮৭ হাজার ২২৪ জন। অন্যদিকে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৩৪ লাখ ২৫ হাজার ৭২৩ জন। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে দেশটিতে অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ ৫ হাজারের বেশি মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১২ হাজার ৯৩৮ জনের। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ প্রায় ৩৮ হাজার। যেখানে প্রাণহানি ঘটেছে ১২ হাজার ৮৫৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ২১ হাজারের বেশি। ইতোমধ্যে সেখানে ১১ হাজার ১২৫ জনের মৃত্যু হয়েছে। প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ সাড়ে ৬৫ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ২১ জন মানুষ। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ সাড়ে ৬৮ হাজারের বেশি। মৃত্যু হয়েছে সেখানে ৫ হাজার ৬০৪ জন মানুষের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৩৫ হাজার পেড়িয়েছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ২২৮ জন। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ সাড়ে ৯৭ হাজারের বেশি। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪১ জনের। বর্তমানে সেখানে অনেকটা নিয়ন্ত্রণে ভাইরাসটি।

এছাড়া অ্যারিজোনা, ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এমএস/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি