ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিউজিল্যান্ডে ৩ মাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৫, ৪ সেপ্টেম্বর ২০২০

ছবি-রয়টার্স

ছবি-রয়টার্স

নিউজিল্যান্ডে তিন মাসেরও বেশি সময়ের মধ্যে এই প্রথম এক ব্যক্তির করোনাভাইরাসে মৃত্যু হয়েছে। প্রাণ হারানো ব্যক্তির বয়স ৫০ বছর। 

শুক্রবার স্বাস্থ্য কর্মকর্তারা একথা জানিয়েছেন। খবর এএফপি’র।

স্বাস্থ্য বিভাগের এক বিবৃতিতে বলা হয়, ৫০ বছর বয়সের এ ব্যক্তি ছিল আগস্টে অকল্যান্ডে গুচ্ছ সংক্রমণের অংশ। মিডলমোর হাসপাতালে আজ সে মারা যায়।

এ নিয়ে নিউজিল্যান্ডে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা বেড়ে মোট ২৩ জনে দাঁড়ালো। দেশটিতে এর আগে গত ২৪ মে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি