ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় আক্রান্ত হয়ে কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫১, ৫ সেপ্টেম্বর ২০২০

কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ডা. জো উইলিয়ামস- দ্যা সিডনি মর্নিং হেরাল্ড

কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ডা. জো উইলিয়ামস- দ্যা সিডনি মর্নিং হেরাল্ড

Ekushey Television Ltd.

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কুক দ্বীপপুঞ্জের সাবেক প্রধানমন্ত্রী ডা. জো উইলিয়ামস মারা গেছেন। আজ শনিবার নিউজিল্যান্ডের সরকারি কর্মকর্তারা একথা জানিয়েছেন। তিনি একজন চিকিৎসকও ছিলেন এবং তাকে নিউজিল্যান্ড ও কুক দ্বীপপুঞ্জের স্বাস্থ্য সেবার গুরুত্বপূর্ণ সদস্য বিবেচনা করা হয়। খবর দ্যা গার্ডিান ও দ্যা সিডনি মর্নিং হেরাল্ড’র। 

৮৫ বছর বয়সী উইলিয়ামস হচ্ছেন নিউ জিল্যান্ডের দেশটির কোভিড-১৯ সংক্রান্ত ২৪ তম মৃত্যু। এর আগে গত ১৩ আগস্ট তিনি অকল্যান্ড হাসপাতালে ভর্তি হন। দেশটিতে টানা ১০২ দিন ধরে কমিউনিটি সংক্রমণ না থাকায় এ ভাইরাসের নতুন বিস্তার বন্ধ হয়েছে সরকার এমন কথা জানানোর মাত্র দুই দিন পর তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, জো ১৯৬৮ সালে কুক দ্বীপপুঞ্জ পার্লামেন্টে প্রথম নির্বাচিত হন। তিনি ১৯৯৯ সালে চার মাসের জন্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের এ ছোট দেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি