ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী করোনায় মৃতের সংখ্যা ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৩, ৭ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা রোববার ৮ লাখ ৮০ হাজার ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানিয়েছে। খবর সিনহুয়ার।

সিএসএসই’র সর্বশেষ ডাটা অনুযায়ী, স্থানীয় সময় বেলা ২টা ২৮ মিনিট পর্যন্ত (গ্রীনিচ মান সময় ১৮২৮টা) বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৮ লাখ ৮০ হাজার ৭৭৯ এবং আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৬৯ লাখ ৫১ হাজার ৮৩৮ জনে দাঁড়িয়েছে।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের দিক থেকে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে ভাইরাসটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬২ লাখ ৬২ হাজার ৯৮৯ এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ৮৮ হাজার ৭১১ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যার এক পঞ্চমাংশেরও বেশি।

এদিক থেকে যুক্তরাষ্ট্রের পরের অবস্থানে থাকা ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৪১ লাখ ২৩ হাজারে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ২৬ হাজার ২০৩ জনে দাঁড়িয়েছে।

বিশ্বে কোভিড-১৯-এ তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ লাখ ১৩ হাজার ৮১১ এবং মৃতের সংখ্যা বেড়ে ৭০ হাজার ৬২৬ জনে দাঁড়িয়েছে। বিশ্বে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়ে যাওয়া অন্য দেশগুলোর মধ্যে রয়েছে মেক্সিকো, ব্রিটেন, ইতালি ও ফ্রান্স।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি