ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পরবর্তী মহামারির জন্য বিশ্বকে প্রস্তুত থাকতে হবে: ডব্লিউএইচও

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৫, ৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১০:০৮, ৮ সেপ্টেম্বর ২০২০

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস

Ekushey Television Ltd.

আট মাস ধরে বৈশ্বিক মহামারি করোনাভাইরাসে ব্যতিব্যস্ত গোটা বিশ্ব। এই পরিস্থিতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস অ্যাধনম ঘেরিবাইসাস বলেছেন, বিশ্বকে অবশ্যই পরবর্তী মহামারীর জন্য আরও ভালভাবে প্রস্তুত থাকতে হবে। এমনকি দেশগুলোকে জনস্বাস্থ্যে বিনিয়োগ বাড়ানোর আহ্বানও জানান তিনি।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে গতকাল তিনি এসব কথা বলেন।

করোনা থেকে উত্তরণের পর আবার সংক্রমণের শিকার হচ্ছে বিভিন্ন দেশ। প্রতিনিয়ত লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী এই ভাইরাসে। মারা যাচ্ছে হাজারে হাজারে। এমন সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে বিশ্বকে পরবর্তী মহামারির জন্য প্রস্তুত থাকতে। 

ডব্লিউএইচও প্রধান বলেন, ‘এটাই (করোনা) শেষ মহামারি নয়। ইতিহাস থেকে জানা যায় মহামারীর প্রাদুর্ভাবই জীবনের মূল্য বুঝতে শেখায়। সুতরাং পরবর্তী মহামারী আসার আগে বিশ্বকে সেটার জন্য অবশ্যই প্রস্তুত থাকতে হবে। এই সময়ের চেয়েও বেশি প্রস্তুত থাকতে হবে'।

মহামারি করোনাভাইরাসে এ পর্যন্ত ২ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার মানুষ আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৮ লাখ ৯৬ হাজার ৮৪৪ জন।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি