ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে করোনায় আরও আক্রান্ত সাড়ে ২৮ হাজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ৯ সেপ্টেম্বর ২০২০

নিউ ইয়র্কের ব্রকলিনে করোনায় মৃত একজনের দেহ নিয়ে যাওয়া হচ্ছে- এএফপি/আরব নিউজ

নিউ ইয়র্কের ব্রকলিনে করোনায় মৃত একজনের দেহ নিয়ে যাওয়া হচ্ছে- এএফপি/আরব নিউজ

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা গত এক দিনে বেড়েছে। অন্যদিকে বেড়েছে সংক্রমিতের সংখ্যাও। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ লাখ ছাড়িয়েছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। তবে আক্রান্তদের মধ্যে অর্ধেক রোগী স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বাংলাদেশ সময় বুধবার সকালে সাড়ে এগারোটায় জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৪৬ জন। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৬৫ লাখ ৫৪ হাজার ২৩১ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ গেছে ৪৯৮ জনের। এ নিয়ে প্রাণহানি বেড়ে ১ লাখ ৯৪ হাজার ৩২ জনে ঠেকেছে। 

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৮ হাজার ৭৬০ জন। এতে করে পুনরুদ্ধার হওয়ার সংখ্যা ৩৭ লাখ ৯৬ হাজার ৭৬০ জন। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা এখন ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৭ লাখ ৪৪ হাজার ৮৯৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ হাজার ৮৩৫ জনের। সংক্রমণ আশঙ্কাজনকহারে দীর্ঘ হয়েই চলেছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৬ লাখ ৭২ হাজার ৬১৭ জন। যেখানে প্রাণহানি ঘটেছে ১৩ হাজার ৯০৮ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৬ লাখ ৫০ হাজার ৯২ জন। ইতোমধ্যে সেখানে ১১ হাজার ৯১৯ জনের মৃত্যু হয়েছে। 

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৭৩ হাজার ৫৭৯ জন। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ১০২ জন মানুষ। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ২ লাখ ৮৫ হাজার ৩৫০ জন। মৃত্যু হয়েছে সেখানে ৬ হাজার ৭০ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৫৪ হাজার ২৮১ জন মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৪০৫ জন। অ্যারিজোনায় করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬ হাজার ৪৫ মানুষ। যেখানে প্রাণ ঝরেছে ৫ হাজার ২২১ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ১ লাখ ৯৮ হাজার ২১৬। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ১২০ জনের। 

এ ছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি