ভ্যাকসিন ছাড়াই করোনামুক্ত ২ কোটি ভুক্তভোগী
প্রকাশিত : ১৩:৫৪, ১০ সেপ্টেম্বর ২০২০
বিশ্বজুড়ে প্রাণঘাতি করোনার তাণ্ডব আগের তুলনায় বেড়েছে। যেখানে ভাইরাসটির শিকার ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ। গত একদিনেও প্রায় তিন লাখ মানুষের শরীরে ভাইরাসটি চিহ্নিত হয়েছে। প্রাণ হারিয়েছেন এখন পর্যন্ত ৯ লাখের বেশি মানুষ। তবে থেমে নেই সুস্থতার সংখ্যাও। কার্যকরি ভ্যাকসিন না পেলেও স্বাভাবিক চিকিৎসায় করোনামুক্ত হয়েছেন বিশ্বের ২ কোটির বেশি রোগী।
বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বের ২ লাখ ৭০ হাজার ৫৯ জন সুস্থতা লাভ করেছেন। এতে করে বেঁচে ফেরার সংখ্যা বেড়ে ২ কোটি ৯১ হাজার ৭৪৫ জনে পৌঁছেছে। যার অধিকাংশই মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ভারত ও রাশিয়ার নাগরিক। একই সঙ্গে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৬ হাজার ৫৪৮ জন মানুষ। এ নিয়ে করোনাক্রান্ত রোগীর সংখ্যা ২ কোটি ৮০ লাখ ১৪ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে।
এছাড়া নতুন করে প্রাণ গেছে ৬ হাজার ২২৭ জনের। ফলে, মৃতের সংখ্যা বেড়ে ৯ লাখ ৭ হাজার ৩০৪ জনে ঠেকেছে। যার অধিকাংশই আমেরিকা, ভারত ও ব্রাজিলের বাসিন্দা।
এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে সংক্রমণ সবচেয়ে বেশি হওয়ায় সুস্থ রোগীর সংখ্যাও অধিক। যেখানে এখন পর্যন্ত ৬৫ লাখ ৪৯ হাজারের বেশি মানুষ করোনার কবলে পড়েছেন। এর মধ্যে ১ লাখ ৯৫ হাজার ২৩৯ জনের মৃত্যু হলেও অর্ধেকের বেশি রোগী সুস্থতা লাভ করেছেন। যার সংখ্যা ৩৮ লাখ ৪৬ হাজারের বেশি।
সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে প্রতিদিনই সংক্রমণের সঙ্গে বাড়ছে সুস্থ রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৭৩ হাজার বেশি ভুক্তভোগী সুস্থতা লাভ করেছেন। এতে করে মোট করোনা জয়ীর সংখ্যা ৩৪ লাখ ৭২ হাজার ছুঁই ছুঁই।
সংক্রমণের হারে তিনে থাকা ব্রাজিলে প্রায় ৪২ লাখ আক্রান্তের মধ্যে দুই-তৃতীয়াংশের বেশি বেঁচে ফিরেছেন। যার সংখ্যা ৩৪ লাখ ৫৩ হাজারের অধিক। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ সাড়ে ২৮ হাজারের বেশি মানুষ।
এছাড়া, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, পেরু, কলম্বিয়া, আর্জেন্টিনা, স্পেন ও বাংলাদেশে প্রতিদিনই বাড়ছে সুস্থতার সংখ্যা।
এআই//এমবি