ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৪ প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ১১ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১৫:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২০

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মারা গেছেন ৪ হাজার ৬৬৮ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৯২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৪ হাজার ৭৪৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৭৯২ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন। গত ২৪ ঘণ্টায় ৩৪ জনের মৃত্যু হয়েছে। করোনায় এ পর্যন্ত ৪ হাজার ৬৬৮ জনের মৃত্যু হয়েছে।

এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন ২ হাজার ৪৭৪ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ২ লাখ ৩৬ হাজার ২৪ জন।

এদিকে সারা বিশ্বে এখন পর্যন্ত ২ কোটি ৮৩ লাখ ৫১ হাজার ৯৭৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৯ লাখ ১৪ হাজার ২৫৬ জন। বিপরীতে সেরে উঠেছেন ২ কোটি ৩ লাখ ৫৭ হাজার ৩৫১ জন। বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৬৮ জনের। মোট আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি