ঢাকা, বুধবার   ২৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আবারও শুরু হচ্ছে অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৩, ১৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকার তৈরি করা কোভিড-১৯ ভ্যাকসিনের ট্রায়াল আবার শুরু হতে যাচ্ছে। এর আগে দেশটির এক রোগীর মধ্যে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়ার পর টিকার ট্রায়াল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। খবর বিবিসি’র

শনিবার (১২ সেপ্টেম্বর) অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় জানায়, তারা ধারণা করছে যে টিকার পরীক্ষা অব্যাহত রাখা নিরাপদ। এই খবরকে স্বাগত জানিয়েছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। এর আগে গত মঙ্গলবার অ্যাস্ট্রাজেনেকা জানিয়েছিল, তাদের গবেষণা সাময়িক বন্ধ রাখা হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেন, ‘এই স্থগিত রাখার সিদ্ধান্ত এটাই প্রমাণ করে যে আমরা সবসময়ই নিরাপত্তাকে গুরুত্ব দেবো। নিরাপত্তা নিশ্চিত হওয়ার পরেই কেবল আমরা আমাদের বিজ্ঞানীদের কার্যকর টিকা আনার পক্ষে সমর্থন দেবো।’

এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় বলেছে, এ ধরনের বড় মাপের ট্রায়ালের ক্ষেত্রে কিছু অংশগ্রহণকারী অসুস্থ হয়ে পড়বে বলেই ধরে নেয়া হয়। এখন থেকে এই গবেষণা যুক্তরাজ্যের মেডিসিন্স এন্ড হেলথ কেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি এবং একটি স্বতন্ত্র রিভিউ কমিটির সুপারিশ অনুযায়ী চলবে বলেও জানানো হয়।

ট্রায়ালে অসুস্থ রোগী সম্পর্কে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বা অ্যাস্ট্রাজেনেকার পক্ষ থেকে কোন তথ্য প্রকাশ করা হয়নি। তবে নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে বলে যে, যুক্তরাজ্যের এই ট্রায়ালে এক রোগী ট্রান্সভার্স মেলাইটিস নামের এক ধরনের রোগে আক্রান্ত হয়েছেন। এই রোগে মেরুদণ্ডে প্রদাহের উপসর্গ দেখা দেয় যা ভাইরাসের সংক্রমণের জন্য হয়ে থাকে।

বিশ্বব্যাপী প্রায় ১৮০টি টিকার পরীক্ষা চালানো হচ্ছে। তবে কোনটিই এখনও ক্লিনিক্যাল ট্রায়াল সম্পন্ন করতে পারেনি। আশা করা হচ্ছে যে, এই টিকাটিই বাজারে সবার আগে আসবে। কারণ এরইমধ্যে প্রথম এবং দ্বিতীয় ধাপের পরীক্ষায় সাফল্য এসেছে। আর তৃতীয় ধাপের পরীক্ষার জন্য যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকার ৩০ হাজার অংশগ্রহণকারী ঠিক করা হয়েছে।

ব্রিটেন সরকারের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স গত বুধবার ডাউনিং স্ট্রিটে এক সংবাদ সম্মেলনে বলেন, ‘অক্সফোর্ডের ট্রায়ালে যে বিষয়টি ঘটেছে তা অস্বাভাবিক কিছু নয়।’
এএইচ/ এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি