ঢাকা, বুধবার   ০৫ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মেক্সিকোয় কমেনি সংক্রমণ, মৃত্যু ৭০ হাজার ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রাণঘাতি করোনা ভাইরাস এখনও ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয়। যেখানে সংক্রমণ হার অনেকটা আগেরমতোই। প্রাণহানি কিছুটা কমলেও যুক্তরাষ্ট্র, ব্রাজিল ও ভারতের পরেই মৃতের তালিকায় দেশটি। যার সংখ্যা ৭০ হাজার ছাড়িয়েছে।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডমিটারের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৬৭৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৬৩ হাজার ৯৭৩ জনে দাঁড়িয়েছে। প্রাণ গেছে আরও ৪২১ জনের। এ নিয়ে উত্তর আমেরিকার দেশটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ৬০৪ জনে ঠেকেছে। 

দেশটিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ শতাংশ রোগী। যা সর্বোচ্চ মৃত্যুর দেশগুলোর তুলনায় কিছুটা কম। অপরদিকে, বেঁচে ফেরার হার ৮৭ শতাংশ। যার সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ৫২৫ জন। 

দেশটিতে প্রথম করোনা শনাক্ত হয় চলতি বছরের ১৮ মার্চ। প্রথমদিকে তেমনটা সংক্রমণ না ছড়ালেও ক্রমান্বয়ে তা ভয়াবহ রূপ নেয়। ফলে প্রায় পাঁচ মাসে দেশটিতে মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়াল। 

বিশ্বে আক্রান্তের তালিকায় মেক্সিকো এখন ৭ নম্বরে। আর প্রাণহানির দিক থেকে চারে। তবে, উত্তর আমেরিকার মধ্যে দ্বিতীয়। সবার ওপরে আমেরিকা। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি আরও সংকটের দিকে যাচ্ছে দেশটিতে। 

বিশ্বে মৃত্যুর দিক দিয়ে প্রথম তিন দেশ হলো, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও ব্রাজিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রে মৃত্যু ১ লাখ ৯৮ হাজার, আর ব্রাজিলে ১ লাখ ৩১ হাজার ও ভারতে ৭৮ হাজারের বেশি। 

বিশ্বে বাংলাদেশ সময় আজ রোববার দুপুর পর্যন্ত বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৮৯ লাখ ৩৮ হাজার ৯৫ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের তালিকায় যুক্ত হয়েছে বিশ্বের ২ লাখ ৮২ হাজার ৩৯১ জন মানুষ। 

একই সময়ে প্রাণ গেছে আরও ৪ হাজার ৯৮৩ জনের। এ নিয়ে এখন পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৫৫৮ জনে ঠেকেছে। এর মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ২ কোটি ৮ লাখ ৫ হাজারের বেশি ভুক্তভোগী। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি