ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ছাড়িয়েছে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৯, ১৪ সেপ্টেম্বর ২০২০

যুক্তরাষ্ট্রে মহামারি করোনাভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা বোরবার ৬৫ লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) এ তথ্য জানায়। খবর সিনহুয়ার।

সিএসএসই’র পরিসংখ্যান অনুযায়ী, স্থানীয় সময় বেলা ১টা ২৬ মিনিটে (গ্রীনিচ মান সময় ১৭২৬টা) যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৬৫ লাখ ৯০৪ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে ১ লাখ ৯৩ হাজার ৮৪৩ জনে দাঁড়িয়েছে।

পরিসংখ্যান থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ৭ লাখ ৫৯ হাজার ৪৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। টেক্সাস ও ফ্লোরিডা উভয় রাজ্যে পৃথকভাবে ৬ লাখ ৬০ হাজারেরও বেশি মানুষ কোভিড-১৯-এ আক্রান্ত হয়েছে। এর পরের অবস্থানে থাকা নিউইয়র্কে ৪ লাখ ৪৪ হাজার ৩৬৫ জন এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সিএসএসই’র পরিসংখ্যান অনুযায়ী, জর্জিয়া, ইলিনইস, অ্যারিজোনা ও নিউ জার্সিসহ যুক্তরাষ্ট্রের অন্যান্য রাজ্যে ১ লাখ ৯০ হাজারের বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছে।

গত ৩১ আগস্ট যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৬০ লাখ ছাড়িয়ে যায়। মাত্র দুই সপ্তাহের মধ্যে দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো ৫ লাখ বৃদ্ধি পেয়েছে। করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে বিশ্ব তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি