ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

বিশ্বজুড়ে মৃতের সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৯, ১৮ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১০:৩১, ১৮ সেপ্টেম্বর ২০২০

গত ৯ সেপ্টেম্বর বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৯ লাখে পৌঁছায়। মাত্র দশদিনের ব্যবধানে আজ সে সংখ্যা সাড়ে ৯ লাখ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায়ও বিশ্বজুড়ে সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে। শেষ এক সপ্তাহে বেড়েছে সংক্রমণ ও প্রাণহানি। একইসঙ্গে সুস্থতা বাড়লেও আক্রান্তের তুলনায় তা অনেক কম। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় বিশ্বে ৩ লাখ ১৪ হাজার ৭৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৩ কোটি ৩ লাখ ৪২ হাজার ৩৯ জনে দাঁড়িয়েছে। অপরদিকে নতুন করে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৫৭৯ জনের। এ নিয়ে মৃতের সংখ্যা ৯ লাখ ৫০ হাজার ২৮০ জনে ঠেকেছে। 

অন্যদিকে, গত একদিনে সুস্থতা লাভ করেছেন ২ লাখ ৩৮ হাজার ৭২০ জন রোগী। এতে করে বেঁচে ফেরার সংখ্যা ২ কোটি ২০ লাখ ৩৩ হাজার ছুঁই ছুঁই। 

গত বছরের ডিসেম্বরের শেষের দিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে সংক্রমণ মাত্রা ছাড়ায়। যেখানে কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে প্রাণহানি। আর ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

এখন পর্যন্ত করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে ভাইরাসটির শিকার ৬৮ লাখ ৭৪ হাজারের বেশি মানুষ। এর মধ্যে না ফেরার দেশে ২ লাখ ২ হাজার ২১৩ জন ভুক্তভোগী।

সংক্রমণে দুইয়ে থাকা দক্ষিণ এশিয়ার দেশ ভারতে গত একদিনেই ৯৬ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৫২ লাখ ১৩ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ৮৪ হাজার ৪০৪ জনে ঠেকেছে।

তৃতীয় সর্বোচ্চ করোনাক্রান্ত দেশ ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৫৭ হাজারের বেশি। প্রাণহানি বেড়ে ১ লাখ ৩৫ হাজার ৩১ জনে দাঁড়িয়েছে। 

রাশিয়ায় সংক্রমিতের সংখ্যা ১০ লাখ ৮৫ হাজার ছাড়িয়ে গেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশটিতে এখন পর্যন্ত ১৯ হাজার ৬১ জন মানুষের মৃত্যু হয়েছে করোনায়। 

পেরুতে আক্রান্ত সাড়ে ৭ লাখের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৩১ হাজার ১৪৬ জন।

কলম্বিয়ায় করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৪৪ হাজারের কাছাকছি। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৩ হাজার ৬৬৫ জনের। 

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোয় আক্রান্ত ৬ লাখ ৮৪ হাজারের বেশ। এখন পর্যন্ত সেখানে প্রাণ গেছে ৭২ হাজার ১৭৯ জন মানুষের।

আফ্রিকার দেশ দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৫৫ হাজার ছাড়িয়ে গেছে। আর মৃত্যু হয়েছে ১৫ হাজার ৭৭২ জনের।

নিয়ন্ত্রণে আসা স্পেনে আক্রান্তের ৬ লাখ ২৫ হাজার পেরিয়েছে। প্রাণ গেছে সেখানে ৩০ হাজার ৪০৫ জনের।

আর্জেন্টিনায় আক্রান্তের সংখ্যা ৬ লাখ ২ হাজার ছুঁই ছুঁই। প্রাণ হারিয়েছেন ১২ হাজার ৪৬০ জন ভুক্তভোগী। 

চিলিতে করোনা হানা দিয়েছে ৪ লাখ ৪১ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে ১২ হাজার ১৪২ জনের মৃত্যু হয়েছে।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৪ লাখ ১৩ হাজারের অধিক মানুষ। এর মধ্যে প্রাণ গেছে ৩১ হাজার ৯৫ জনের। 

মধ্যপ্রাচ্যের ইসলামী প্রজাতান্ত্রিক দেশ ইরানে করোনার শিকার ৪ লাখ ১৩ হাজারের বেশি। প্রাণহানি ঘটেছে ২৩ হাজার ৮০৮ জনের।

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৩ লাখ ৮১ হাজার ছাড়িয়েছে। যেখানে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭০৫ জনের। 

আর বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্যমতে, গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৪৪ হাজার ২৬৪ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪ হাজার ৮৫৯ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি