ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে করোনার সংক্রমণ স্থিতিশীল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৩, ২৮ সেপ্টেম্বর ২০২০

নিউ ইয়র্কের ব্রকলিন হাসপাতালে করোনা সন্দেহে একটি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে- এপি

নিউ ইয়র্কের ব্রকলিন হাসপাতালে করোনা সন্দেহে একটি মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে- এপি

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে গত একদিনে ৩৩ হাজারের বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। একই সঙ্গে সুস্থতা লাভ করেছেন সমান সংখ্যক রোগী। নতুন করে মারা গেছেন প্রায় ৩ শত মানুষ। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ৯ হাজার ছাড়িয়ে গেছে। যার অধিকাংশই ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, নিউ ইয়র্ক ও নিউ জার্সির বাসিন্দা। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার বাংলাদেশ সময় সোমবার সকাল ১১টায় বলছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৩ হাজার ৭৮২ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৩ লাখ ২১ হাজার ৩৪৩ জনে দাঁড়িয়েছে। আগের দিন ৪০ হাজারের উপরে আক্রান্তের খবর জানা গিয়েছিল। নতুন করে প্রাণ হারিয়েছেন ২৭৬ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৯ হাজার ৪৫৩ জনে ঠেকেছে। আগের দিন মারা গিয়েছিলেন ৭ শত মানুষের বেশি।  

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন ৩৬ হাজার ৩৪৮ জন রোগী। এতে করে মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪৫ লাখ ৬০ হাজার ৪৫৬ জনে পৌঁছেছে। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ১০ হাজার ৯১ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৫ হাজার ৬০৭ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭০ হাজার অতিক্রম করেছে। যেখানে প্রাণহানি ঘটেছে ১৫ হাজার ৮৬১ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ছাড়িয়েছে। ইতোমধ্যে সেখানে ১৪ হাজার ৩৩ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৯০ হাজারের কাছাকাছি। এর মধ্যে মারা গেছেন ৩৩ হাজার ২১৫ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ১৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৬ হাজার ৯৪৬ জনের। 

ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ২ লাখ ৯০ হাজার। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৮৪৫ জন। অ্যারিজোনায় আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৭ হাজার অতিক্রম করেছে। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৬২২ জনের। নিউ জার্সিতে করোনার শিকার প্রায় ২ লাখ ৭ হাজার মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২২১ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি