ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের ২৭টি রাজ্যে করোনার সংক্রমণ বাড়ছে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩১, ২ অক্টোবর ২০২০

(ছবি- এপি)

(ছবি- এপি)

যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের ২৭টি রাজ্যে করোনার সংক্রমণ দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে। খবর ভয়েস অব আমেরিকা’র।  

উইসকনসিন রাজ্যে সেপ্টেম্বর মাসে ১১ শতাংশ হারে সংক্রমণ বৃদ্ধির কথা জানানো হয়, উত্তর ডাকোটা, দক্ষিণ ডাকোটা,মন্টানা, উটাহ, ওয়েস্ট ভার্জিনিয়া ও ওয়াওমিংএ ৫০ শতাংশ সংক্রমণ বৃদ্ধি পেয়েছে।

তবে গত মাসে ক্যালিফোর্নিয়ায় ৫০, নেভাডায় ৪৯ শতাংশ এবং ফ্লোরিডায় ৪৭ শতাংশ সংক্রমণ হ্রাসের কথা জানানো হয়। সেপ্টেম্বর মাসে যুক্তরাষ্ট্রে ২২,৩০০ জন প্রাণ হারিয়েছেন। যুক্তরাষ্ট্রে এখন মৃতের সংখ্যা ২ লাখ ৭ হাজারের ওপরে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি