ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার করোনায় আক্রান্ত ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ৩ অক্টোবর ২০২০

ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন

ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার বিল স্টেপিয়েন। ট্রাম্প ও মেলানিয়া আক্রান্তের একদিন পর এই কর্মকর্তা কোভিড পজেটিভ হলেন। এদিকে স্টেপিয়েন করোনায় আক্রান্ত হলেও ডেপুটি ক্যাম্পেইন ম্যানেজার জাস্টিন ক্লার্কের করোনা রিপোর্ট নেগেটিভ। খবর সিএনএন’র।

এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে তিনি করোনা পজিটিভ রিপোর্ট পান। তার ‘ফ্লুর মতো হালকা’ লক্ষণ ছিল। তিনি এখন বাসা থেকে কাজ করবেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ডোনাল্ড ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাস রিপোর্ট পজিটিভ এসেছে। এরপর ট্রাম্পের ক্যাম্পেইন কর্মীদের মধ্যে একদল সিনিয়র কর্মকর্তার করোনা টেস্ট করা হয়। সবার রিপোর্ট নেগেটিভ আসলেও কেবল স্টেপিয়েনের রিপোর্ট পজিটিভ এসেছে।

আগের দিন হোয়াইট হাউসের সাবেক কাউন্সিলর কেলিয়ান কনওয়েসহ প্রেসিডেন্টের কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর করোনা পজিটিভ আসে।

উল্লেখ্য, ট্রাম্পের খুব ঘনিষ্ঠ একজন নারী উপদেষ্টা হোপ হিকস করোনায় আক্রান্ত হওয়ার কয়েক ঘণ্টা পর শুক্রবার ট্রাম্প ও মেলানিয়ার করোনা রিপোর্ট পজিটিভ আসে। এমনকি সতর্কতা হিসেবে ট্রাম্পকে শুক্রবার রাতেই হাসপাতালে ভর্তি করা হয়।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি