ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে করোনাক্রান্ত রোগী সাড়ে ৩ কোটি ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪১, ৪ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

প্রাদুর্ভাব দেখা দেয়ার নয় মাসের অধিক সময়ে বিশ্বের সাড়ে ৩ কোটির বেশি মানুষের দেহে হানা দিয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে গত একদিনেই আক্রান্ত হয়েছে প্রায় তিন লাখ। সেই সঙ্গে থামছে না প্রাণহানিও। নতুন করে প্রায় ৫ হাজারসহ এখন পর্যন্ত ১০ লাখ ৩৭ হাজারের বেশি ভুক্তভোগী পৃথিবী ছেড়েছেন। যার অধিকাংশই আমেরিকা, ভারত ও ব্রাজিলের নাগরিক। তবে সুস্থতার সংখ্যাও নেহায়েত কম নয়।

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৯৪ হাজার ৩৭৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে করোনাক্রান্তের সংখ্যা ৩ কোটি ৫১ লাখ ২২ হাজার ২৯৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ ঝরেছে ৪ হাজার ৭৯১ জনের। এ নিয়ে এখন পর্যন্ত মৃতের সংখ্যা ১০ লাখ ৩৭ হাজার ৫২৪ জনে ঠেকেছে। 

অন্যদিকে গত একদিনে সুস্থতা লাভ করেছেন দুই লাখ ৩০ হাজারের বেশি রোগী। এতে করে করোনামুক্ত হওয়ার সংখ্যা বেড়ে ২ কোটি ৬১ লাখ ১৭ হাজার ২৪১ জনে পৌঁছেছে। 

গত বছরের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম মানবদেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর দেশটিতে এ ভাইরাসে অস্বাভাবিকভাবে প্রাণহানি ঘটে। এর পরপরই চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে সংক্রমণ মাত্রা ছাড়ায়। সে সব দেশে করোনা ভাইরাস কিছুটা নিয়ন্ত্রণে আসলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার দেশগুলোতে এখনও ক্রমশ বেড়েই চলছে কোভিড-১৯ ভাইরাসে প্রাণহানি। ১১ মার্চ করোনাকে মহামারী ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেখানে এখন পর্যন্ত ৭৬ লাখ  ৮৪৬ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ২ লাখ ১৪ হাজার ২৭৭ জন। 

সংক্রমণের নিরিখে দুইয়ে থাকা ভারতে গত একদিনেও পৌনে এক লাখ করোনা রোগী শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা ৬৫ লাখ ৪৭ হাজার ৪১৩ জনে পৌঁছেছে। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১ লাখ ১ হাজার ৮১২ জনের। 

প্রাণহানির তালিকায় দুই নম্বরে অবস্থান করা ব্রাজিলে সংক্রমিতের সংখ্যা ৪৯ লাখ ৭ হাজার ছুঁই ছুঁই। প্রাণহানি বেড়ে ১ লাখ ৪৬ হাজার ১১ জনে ঠেকেছে। 

পৃথিবী বৃহত্তম দেশ রাশিয়ায় সংক্রমণের হার আগের মতোই। যেখানে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১২ লাখ ৪ হাজার ৫০২ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ হাজার ২৫১ জনে।

কলম্বিয়ায় শনাক্ত ৮ লাখ ৪৮ হাজার ১৪৭ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৬ হাজার ৫৫৬ জনের। 

পেরুতে আক্রান্ত ৮ লাখ ২৪ হাজার ৯৮৫ জনে দাঁড়িয়েছে। যেখানে মৃতের সংখ্যা ৩২ হাজার ৬৬৫ জনে ঠেকেছে। 

স্পেনে আক্রান্ত ৮ লাখ ১১ হাজারের কাছাকাছি। প্রাণ গেছে ৩২ হাজার ৮৬ জনের।

আর্জেন্টিনায় সংক্রমিতের সংখ্যা ৭ লাখ ৯১ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ২০ হাজার ৭৯৫ জনের। 

মেক্সিকোয় আক্রান্ত ৭ লাখ ৫৩ হাজারের বেশি। সেখানে প্রাণ গেছে ৭৮ হাজার ৪৯২ জন মানুষের। 

দক্ষিণ আফ্রিকায় সংক্রমিতের সংখ্যা ৬ লাখ ৮০ হাজার ছুঁই ছুঁই। মৃত্যু হয়েছে ১৬ হাজার ৯৩৮ জনের।

ফ্রান্সে করোনার ভুক্তভোগী ৬ লাখ ৬ হাজার ৬২৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৩২ হাজার ১৯৮ জনের। 

যুক্তরাজ্যে সংক্রমিতের সংখ্যা ৪ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। যেখানে প্রাণ ঝরেছে ৪২ হাজার ৩১৭ জন ভুক্তভোগীর। 

চিলিতে সংক্রমিত ৪ লাখ ৬৮ হাজার ৪৭১ জন মানুষ। এর মধ্যে ১২ হাজার ৯১৯ জনের প্রাণ কেড়েছে করোনা। 

ইরানে করোনার শিকার ৪ লাখ ৬৮ হাজার ১১৯ জন মানুষ। প্রাণহানি ঘটেছে ২৬ হাজার ৭৪৬ জনের। 

ইরাকে করোনার ভুক্তভোগী পৌনে ৪ লাখের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৯ হাজার ৩৪৭ জনের। 

এদিকে বাংলাদেশে স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য মতে, গতকাল শনিবার পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৭ হাজার ৫৬৫ জন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৫ হাজার ৩২৫ জনের।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি