ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

এক দিনে ৩৪ হাজার মার্কিনি করোনায় আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩১, ৫ অক্টোবর ২০২০ | আপডেট: ১১:৩২, ৫ অক্টোবর ২০২০

নিউইর্য়কের ম্যানহ্যাটনের কেন্দ্রীয় পার্কে ক্লান্ত এক স্বাস্থ্যকর্মী- রয়র্টাস/বিজনেস ইনসাইডার

নিউইর্য়কের ম্যানহ্যাটনের কেন্দ্রীয় পার্কে ক্লান্ত এক স্বাস্থ্যকর্মী- রয়র্টাস/বিজনেস ইনসাইডার

Ekushey Television Ltd.

মার্কিন যুক্তরাষ্ট্রে কোনভাবেই থামছে না প্রাণঘাতি করোনা ভাইরাসের সংক্রমণ। দেশটিতে গত একদিনেও সাড়ে ৩শ মানুষের প্রাণহানি ঘটেছে। এতে করে মৃতের সংখ্যা ২ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে। একই সঙ্গে আগের মতোই ঊর্ধ্বমুখী রয়েছে সংক্রমণ হার। দেশটিতে মোট ৭৬ লাখ মার্কিনি করোনায় আক্রান্ত হয়েছেন। তবে সুস্থতার সংখ্যা কিছুটা বেড়েছে।

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বাংলাদেশ সময় সোমবার সকাল ১১টায় বলেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ হাজার ৬৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৭৬ লাখ ৩৬ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ৩৩৩ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ১৪ হাজার ৬১১ জনে ঠেকেছে। মোট সুস্থ হওয়ার সংখ্যা ৪৮ লাখ ৪৯ হাজার ৩৮ জনে পৌঁছেছে। 

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’ 

এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা ক্যালিফোর্নিয়ায়। প্রাণহানি তুলনামূলক কম হলেও এ শহরে করোনার শিকার ৮ লাখ ২৯ হাজার ৭৪৪ জন মানুষ। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৬ হাজার ১৪৭ জনের। সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজারের বেশি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৫০৫ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৭ লাখ ১৬ হাজার ৪৫৯ জন মানুষ। ইতোমধ্যে সেখানে ১৪ হাজার ৬৭৮ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৪ লাখ ৯৯ হাজার ২৬১ জন। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৩০০ জন ভুক্তভোগী। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ২২ হাজার ৯২৫ জন। এর মধ্যে প্রাণ ঝরেছে ৭ হাজার ১৬২ জনের। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৩ লাখ ৪ হাজার অতিক্রম করেছে। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ৯ হাজার ৪০ জন। অ্যারিজোনায় আক্রান্ত ২ লাখ ২০ হাজার ৭৫৪ জন মানুষ। যেখানে প্রাণ গেছে ৫ হাজার ৭০৬ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ১১ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ২৫৮ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, উত্তর ক্যারোলিনা, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি