ঢাকা, শনিবার   ২৯ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৩, ৫ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে তিন কোটি ছাড়িয়ে গেছে। জন্স হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেমস সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসএসই) রোববার এ তথ্য জানায়।

সূত্র জানায়, বিশ্বে করোনায় আক্রান্তের মোট সংখ্যা তিন কোটি ৫০ লাখ ৮ হাজার ৪৪৭ জনে দাঁড়িয়েছে । এ পর্যন্ত মারা গেছে ১০ লাখ ৩৪ হাজার ৮১৮ জন।

এর মধ্যে যুক্তরাষ্ট্রে আক্রান্ত ও মৃত্যু দু’টোই সবচেয়ে বেশি।

দেশটিতে মোট আাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭৪ লাখ ১১ হাজার ৭১৬ জনে এবং মারা গেছে মোট ২ লাখ ৯ হাজার ৭২০ জন।

এদিকে বাংলাদেশেও করোনায় মোট মৃত্যু হয়েছে পাঁচ হাজার ৩৭৫ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন এক হাজার ৪৪২ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিন লাখ ৭০ হাজার ১৩২ জনে। আর গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৭ জনের মৃত্যু হয়েছে। 

সোমবার (৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এ দিনের মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আট জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিন জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে এক জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি