ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

চীনে ভ্যাকসিন উৎপাদনের সক্ষমতা ৬১ কোটিতে পৌঁছাবে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২১ অক্টোবর ২০২০

চীনের করোনা ভাইরাস (কোভিড-১৯) ভ্যাকসিনের মোট বার্ষিক উৎপাদন সক্ষমতা এ বছরের শেষ নাগাদ ৬১ কোটি ডোজে পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার চীনের এক সরকারি কর্মকর্তা একথা জানিয়েছেন।

বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে জাতীয় স্বাস্থ্য কমিশনের কর্মকর্তা ঝেং ঝংউয়ি বলেন, ‘চীন এবং অন্যান্য দেশের কোভিড-১৯ ভ্যাকসিনের চাহিদা মেটাতে আগামী বছর উৎপাদন সক্ষমতা বাড়ানো অব্যাহত থাকবে।’

ঝেং বলেন, ‘একটি জন গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে সরবরাহ ও চাহিদার কথা বিবেচনা না করে উৎপাদন ব্যয় অনুযায়ী ভ্যাকসিনগুলোর দাম নির্ধারণ করা হবে।’

তিনি আরো বলেন, ‘চীনের উৎপাদিত কোভিড-১৯ ভ্যাকসিনগুলোর দাম জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।’

ঝেং বলেন, ‘এসব ভ্যাকসিন নেয়ার ক্ষেত্রে এ ভাইরাসের উচ্চ ঝুঁকিতে থাকা সুনির্দিষ্ট শ্রেণীর লোকজনকে অগ্রাধিকার দেয়া হবে।’
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি