ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাসুদ উদ্দিন চৌধুরী সস্ত্রীক করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩২, ২৬ অক্টোবর ২০২০

ফেনী-৩ আসনের সাংসদ এবং জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লে. জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী এবং তার স্ত্রী জেসমিন মাসুদ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার দুপুরে তাদের ঢাকার সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাসুদ উদ্দিনের ছোট ভাই সাইফ উদ্দিন আহমেদ চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,  মাসুদ উদ্দিন চৌধুরী গত কয়েক দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় গত শনিবার ঢাকার একটি হাসপাতালে পরীক্ষার জন্য নমুনা দেন তিনি এবং তার স্ত্রী।

সাইফ উদ্দিন চৌধুরী বলেন, রোববার নমুনা পরীক্ষায় তাদের দুজনের করোনাভাইরাস পজিটিভ আসে। পরে চিকিৎসকের পরামর্শে তারা দুপুরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন।
এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি