ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

করোনায় আক্রান্ত স্মৃতি ইরানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৯, ২৯ অক্টোবর ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তাঁর কোভিড পজিটিভ ধরা পড়েছে। বুধবার টুইট করে নিজেই এ কথা জানিয়েছেন স্মৃতি।  

তিনি টুইট করে বলেন, ‘যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁদের কাছে অনুরোধ যত দ্রুত সম্ভব কোভিড পরীক্ষা করিয়ে নিন।” গত শনিবার বিহারের নির্বাচনী প্রচারে গিয়েছিলেন স্মৃতি।

এর আগেও বেশ কয়েক জন কেন্দ্রীয় মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী এবং পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তাঁরা সকলেই সুস্থ হয়ে উঠেছেন। তবে গত সেপ্টেম্বরে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদির।

বুধবার পর্যন্ত দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৮০ লাখের কাছাকাছি পৌঁছেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয় সাড়ে ৪৩ হাজারেরও বেশি মানুষ। মৃত্যু হয় ৫০৮ জনের।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি