ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

এরদোগানের কাছের দুই শীর্ষ কর্মকর্তা করোনায় আক্রান্ত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১ নভেম্বর ২০২০

করোনায় আক্রান্ত হয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের কাছের দুই শীর্ষ কর্মকর্তা। একজন প্রেসিডেন্টের মুখপাত্র ইব্রাহিম কালিন, অন্যজন স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু। তবে বর্তমানে দুজনই ভাল আছেন। খবর আলজাজিরার। 

শনিবার (৩১ অক্টোবর) এরদোগানের মুখপাত্র ইব্রাহিম কালিন জানান, ‘তার শরীরে করোনা সংক্রমণ পাওয়া যায় চিকিৎসা নিচ্ছেন, যা এখন শেষের দিকে। বর্তমানে সুস্থ আছেন।’ 

তবে, কতদিন ধরে তিনি ভাইরাসটিতে ভুগছেন তা স্পষ্ট করেননি কালিন। 

এর আগে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী সুলেমান সয়লু জানান, ‘গত সোমবার অসুস্থ বোধ করায় নমুনা পরীক্ষা হয়। যেখানে তিনি, স্ত্রী ও মেয়ের করোনা পজিটি এসেছে। বর্তমানে সবাই হাসপাতলে চিকিৎসা নিচ্ছেন। আগের তুলনায় অনেকটা সুস্থ আছি আমরা।’

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় চলতি বছরের এপ্রিলের দিকে করোনা বেশ ভালভাবে আঘাত হানে ইউরোপের দেশটিতে। পরে ওই মাসেই এক সপ্তাহের লকডাউন ঘোষণা করে তোপের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী সয়লু। বাজারগুলোতে লোকজনের ভিড় এড়ানো যাচ্ছিল না। ফলে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও প্রেসিডেন্ট এরদোগান তা ফিরিয়ে দেন। 

প্রতিবেদনে বলা হয়, করোনায় আক্রান্ত হলেও প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে নিয়মতই যোগাযোগ হচ্ছে তাদের। গত শনিবার হওয়া শক্তিশালী ভূমিকম্প বিধ্বস্ত এলাকা ইজমির পরিদর্শনেও গিয়েছিলেন তারা। যেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির স্থাস্থ্য মন্ত্রণালয় বলছে, গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২১৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৩ লাখ ৭৫ হাজার ৩৬৭ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৭৫ তুর্কি প্রাণ হারিয়েছেন। এ নিয়ে ১০ হাজার ২৫২ জনের মৃত্যু হয়েছে সেখানে।  

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি