ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

যুক্তরাষ্ট্রে ভোটের আমেজে গতকালের চেয়ে দ্বিগুণ মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৭, ৪ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

চলমান মহামারির মধ্যেই আমেরিকাজুড়ে বইছে নির্বাচনের আমেজ। দুই প্রার্থী যখন প্রেসিডেন্ট হওয়ার দৌঁড়ে ব্যস্ত, ঠিক এ সময়ে করোনায় আরও ১২শ’ মার্কিনির মৃত্যু হয়েছে। যা গতকালের চেয়ে দ্বিগুণ। গতকাল মঙ্গলবার করোনায় মারা যায় ৫২২ মার্কিনি। 

এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪ হাজারের বেশি মানুষ। এতে করে আক্রান্তের সংখ্যা ৯৭ লাখ ছুঁই ছুঁই। তবে পিছিয়ে সুস্থতার হার। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার নিয়মিত পরিসংখ্যানে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ৯৪ হাজার ৪৬৩ জন মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এতে করে সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯৬ লাখ ৯২ হাজার ৫২৮ জনে দাঁড়িয়েছে। নতুন করে প্রাণ হারিয়েছেন ১ হাজার ১৯৯ জন। এ নিয়ে প্রাণহানি বেড়ে ২ লাখ ৩৮ হাজার ৬৪১ জনে ঠেকেছে। 

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৪৭ হাজারের বেশি ভুক্তভোগী। এতে করে সুস্থতার সংখ্যা ৬২ লাখ ৩৬ হাজার অতিক্রম করেছে।  

চলতি বছরের ২১ জানুয়ারি শিকাগোর এক বাসিন্দার মধ্যে প্রথম করোনার সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে ক্রমান্বয়ে ভয়ানক হতে থাকে পরিস্থিতি। 

যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তাদের ধারণা ইতোমধ্যে তাদের দেশের অন্তত ২০ মিলিয়ন (দুই কোটি) মানুষ করোনার শিকার হয়েছেন। দ্য সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) বলছে, ‘প্রকৃত তথ্য হলো, প্রকাশিত সংখ্যার অন্তত ১০ গুণ বেশি মানুষ করোনার ভয়াবহতার শিকার।’

এর মধ্যে সংক্রমণ আশঙ্কাজনক হার দীর্ঘ হচ্ছে টেক্সাসে। এ শহরে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৭৮ হাজারের কাছাকাছি। যেখানে প্রাণহানি ঘটেছে ১৮ হাজার ৭৫৪ জনের। ক্যালিফোর্নিয়ায় সংক্রমিতের সংখ্যা ৯ লাখ ৪৭ হাজারের অধিক। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৭ হাজার ৭৫২ জনের। ফ্লোরিডায় করোনার শিকার ৮ লাখ ১৭ হাজার ছুঁই ছুঁই। ইতোমধ্যে সেখানে ১৬ হাজার ৮৯০ জনের প্রাণহানি ঘটেছে।

প্রাণহানিতে শীর্ষ শহর নিউইয়র্কে আক্রান্ত ৫ লাখ ৫০ হাজারের বেশি। এর মধ্যে না ফেরার দেশে ৩৩ হাজার ৭১০ জন ভুক্তভোগী। ইলিনয়েসে এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ৪ লাখ ৩৬ হাজারের বেশি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ১০ হাজার ১৬১ জন। জর্জিজায় করোনা রোগীর সংখ্যা ৩ লাখ ৯৫ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ ঝরেছে ৮ হাজার ৪৭৯ জনের।

অ্যারিজোনায় আক্রান্ত আড়াই লাখের কাছাকাছি। যেখানে প্রাণ গেছে ৬ হাজার ২০ জনের। নিউ জার্সিতে করোনার শিকার ২ লাখ ৪৮ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ১৬ হাজার ৪৯৮ জনের। 

এছাড়া ম্যাসাসুয়েটসস, পেনসিলভেনিয়া, লুসিয়ানা, টেনেসি ও অ্যালাবামার মতো শহরগুলোতে আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি