ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

করোনায় এবার একদিনেই ৯ হাজার মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ৫ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বৈশ্বিক মহামারি করোনারাঘাতে দীর্ঘ হয়েই চলেছে প্রাণহানির মিছিল। গত একদিনেও মৃত্যু হয়েছে ৯ হাজারের বেশি মানুষের। নতুন ভুক্তভোগী পৌনে ৬ লাখ। এদিনও সংক্রমণ ও প্রাণহানিতে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৮৪ লাখ ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫ লাখ ৭০ হাজার ৯৩৪ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ১৪ হাজার ২১৩ জনে। নতুন করে ৯ হাজার ৬৩ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩০ হাজার ১১০ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৪৬ লাখ ৬৫ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ১৯ হাজার ২৯০ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২  লাখ ৩৯ হাজার ৮২৯ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৪ হাজার ৩৫৪ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ১৭০ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৬ লাখ ৯৩ হাজারের বেশি মানুষ। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ২১৭ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১৫ লাখ ৪৩ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৮ হাজার ৬৭৪ জনের।  

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৫৭ হাজারের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ৩৮ হাজার ১১৮ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যেও। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বুধবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ৪ জনের।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি