ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

আজও প্রায় ৯ হাজার মৃত্যু, নতুন শনাক্ত ৬ লাখ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বিশ্বজুড়ে থামছেই না করোনার তাণ্ডব। উল্টো সময়ের সাথে বাড়ছে সংক্রমণ ও প্রাণহানির হার। গত একদিনেও প্রায় ৯ হাজার মানুষের মৃত্যু হয়েছে। নতুন ভুক্তভোগী ৬ লাখের বেশি। এদিনও উভয়ক্ষেত্রে শীর্ষে মার্কিন যুক্তরাষ্ট্র। ফলে আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৯০ লাখ ছাড়িয়ে গেছে। তবে পিছিয়ে সুস্থতার হার। 

বিশ্বখ্যাত জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৪ হাজার ২৪৮ জনের দেহে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ কোটি ৯০ লাখ ১০ হাজার ৫৮৩ জনে। নতুন করে ৮ হাজার ৭১২ জন মারা যাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে ১২ লাখ ৩৮ হাজার ৮২০ জনে ঠেকেছে। 

আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থতা লাভ করেছেন ৩ কোটি ৪৯ লাখ ৭৪ হাজারের বেশি ভুক্তভোগী। এর মধ্যে গত একদিনেই বেঁচে ফিরেছেন ৩ লাখ ৭ হাজার ৮০২ জন রোগী। 

গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ১৮৯টি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যেই দীর্ঘ হয়ে চলেছে করোনা রোগীর সংখ্যা। দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৯৯ লাখ ১৯ হাজার ৫২২ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২  লাখ ৪০ হাজার ৯৫৩ জনের।

সংক্রমণের হারে দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮৪ লাখ ১১ হাজার ৩৪ জন এবং মৃত্যু হয়েছে এক লাখ ২৫ হাজার ২৯ জনের।

প্রাণহানিতে দ্বিতীয় সর্বোচ্চ ও সংক্রমণে তিনে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনার শিকার ৫৬ লাখ ১৪ হাজার ২৫৮ জন মানুষ। মৃত্যু হয়েছে এক লাখ ৬১ হাজার ৭৭৯ জনের।

চারে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনার ভুক্তভোগী ১৭ লাখ ১৩ হাজারের কাছাকাছি। এর মধ্যে প্রাণ হারিয়েছেন ২৯ হাজার ৫০৯ জন।

ফ্রান্সে এখন পর্যন্ত করোনা হানা দিয়েছে ১৬ লাখ ১ হাজারের বেশি মানুষের দেহে। এর মধ্যে প্রাণ ঝরেছে ৩৯ হাজার ৩৭ জনের।  

ছয়ে  থাকা স্পেনে ঊর্ধ্বমুখী সংক্রমণে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৩ লাখ ৬৬ হাজারের কাছাকাছি। প্রাণহানি ঘটেছে ৩৮ হাজার ৪৮৬ জনের। 

দ্বিতীয় তরঙ্গে মহামারি গতি বাড়ছে যুক্তরাজ্যে। প্রতি নয় দিনে সেখানে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ। এমতাবস্থায় নতুন করে চার সপ্তাহের লকডাউন চলছে সেখানে। 

একইপথে ইউরোপের আরেক দেশ ইতালি। দ্বিতীয় দফায় ক্রমেই করোনা ভয়াবহ রূপ নেয়ায় আজ থেকে সেখানে লকডাউন জারি হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত প্রায় সোয়া ৮ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণহানি ঘটেছে ৪০ হাজার ১৯২ জনের। সুস্থতা লাভ করেছেন এক-তৃতীয়াংশ রোগী। 

এদিকে, বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বৃহস্পতিবার পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৪ লাখ ১৬ হাজার ৬ জন মানুষ। এর মধ্যে ৩ লাখ ৩৩ হাজার ৫৮৮ জন সুস্থতা লাভ করলেও প্রাণহানি ঘটেছে ৬ হাজার ২১ জনের।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি